বর্ধমান ১: পাহারহাটি রোডে যাত্রীবাহি বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ,ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ১৪ জন
ঘটনাটি ঘটেছে মেমারি পাহারহাটি রোডে মেমারী থানার নিশঙ্করপুর বাস স্টপ এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মেমারীর দিক থেকে যাত্রী বোঝাই বাসটি পাহাড়হাটির দিকে যাচ্ছিল এবং পাহাড়হাটির দিক থেকে যাত্রী বোঝাই ট্রেকারটি মেমারির দিকে আসছিলো হঠাৎ করে নিশংকরপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে বাসের সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে আহত প্রায় ১৪ জন। মেমারি থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি আহত ব্যাক্তিদের উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়