চণ্ডীতলা ২: হুগলির মসাটে ছিল ডাকাতির উদ্দেশ্য বানচাল হুগলি জেলা গ্রামীণ পুলিশ, গ্রেফতার পাঁচ, উদ্ধার দেশী আগ্নেয়স্ত ও গুলি
রবিবার সাংবাদিক বৈঠক করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায়। প্রসঙ্গত সোমবার দুপুরে ডাকাত চক্রের বিরুদ্ধে SOG ও চন্ডীতলা থানা পুলিশের যৌথ অভিযানে মশাট অঞ্চল থেকে গ্রেপ্তার হয় পাঁচ জন। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড তাজা গুলি, দুটি ভেজালি এবং দোকানের তালা ও শাটার ভাঙ্গার বিভিন্ন সামগ্রী। উৎসবের মরশুমে বড় ডাকাতিচক্র ভেঙে দিল হুগলি রুরাল পুলিশের আধিকারিকরা, এই নিয়েই সাংবাদিক বৈঠক করলেন কৃশানু রায়।