ভাঙড় ১: পঞ্চায়েত সদস্য/সদস্যা, বি-এল-এ ২ দের উপস্থিতিতে SIR সংক্রান্ত বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হলো বোদরা গ্রাম পঞ্চায়েতে
আজ অর্থাৎ শনিবার বিকাল ৪ টে নাগাদ বোদরা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত বুথের পঞ্চায়েত সদস্য/সদস্যা, বি-এল-এ ২, সহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও SIR সংক্রান্ত বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হলো, উপস্থিত ছিলেন বোদরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী, গ্ৰাম পঞ্চায়েতের প্রধান আসমা বিবি দপ্তরী, উপপ্রধান তুহিন চক্রবর্তী সহ সমস্ত আধিকারিকগণ।