ধনিয়াখালি: ধনিয়াখালিতে এসআইআর আতঙ্কে শিশু কন্যাকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টার অভিযোগ
এবার ধনিয়াখালিতে এসআইআর আতঙ্কে শিশু কন্যাকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টার অভিযোগ।দুজনকেই ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।পরিবার সূত্রে জানা যায় , ধনিয়াখালির সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকায় এস আই আর আতঙ্কে ৬ বছরের শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। এস আই আর এর নথি না থাকায় আতঙ্কে ভুগছিলেন বছর ২৭ এর আশা সোরেন,,