গলসি ২: ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো গলসি ২ এরিয়া কমিটির অফিসে
ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো গলসি ২এরিয়া কমিটির অফিসে। ১৭ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর প্রতিষ্ঠা দিবস আর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গলসি বাজারে গোলসি ২ এরিয়া কমিটির পার্টি অফিসে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শুক্রবার বেলা বারোটায়। পতাকা উত্তোলন করেন পার্টির জেলা সম্পাদক কমরেড সৈয়দ হোসেন। প্রতিবছরই এই দিনটি গলসির পার্টি অফিসে পালিত হয় গুলোও জানা গেছে।