মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ও শহর অঞ্চলের রাস্তা সার্বিক উন্নতির লক্ষ্যে পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ প্রকল্প শুভ উদ্বোধন হলো শুক্রবার দুপুরে। মেমারি দু'নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীধরপুর ২৬০ নম্বর বুথের কবরস্থান থেকে রায়পাড়া অবধি ঢালাই রাস্তার নির্মাণের শুভ উদ্বোধন হলো শুক্রবার বেলায়।