বর্ধমান ২: চক্ষণজাদী ফুটবল উৎসব দুদিন ব্যাপি ষোলো টি দলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে চক্ষণজাদী স্কুল মাঠে
চক্ষণজাদী ফুটবল উৎসব দুদিন ব্যাপি ষোলো টি দলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জামালপুর ব্লকের চক্ষণজাদী হাইস্কুল মাঠে। পরিচালনায় চক্ষণজাদী নিধ্যেন নাঁচার গাঁওতা ক্লাব। বৃহস্পতিবার আটটি দলের খেলা অনুষ্ঠিত হয়।এদিন সেমিফাইনাল খেলা নুদীপুর শিবশঙ্কর একাদশ ও দুইভাই সুকান্ত সঙ্ঘের মধ্যে অনুষ্ঠিত হয়।খেলায় নুদীপুর শিবশঙ্কর একাদশ ৪--১গোলে দুইভাই সুকান্ত সঙ্ঘকে পরাজিত করে। আয়োজক সংস্থার সম্পাদক জানান, জয়ী দলের সমীর মান্ডি হ্যাট্রিক করে সেরা খেলোয়া