গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের আকুবেড়িয়া ব্রীজের কাছে ঘটল ভয়াবহ পথদুর্ঘটনা,ঘটনায় গুরুতর জখম হলেন ৩ জন,২ জনকে রেফার করা হল ঝাড়গ্রামে
বাইকের সঙ্গে সাইকেলের ধাক্কায় শুক্রবার সন্ধ্যায় গোপীবল্লভপুর হাতি বাড়ি রাস্তার মাঝখানে আকুবেড়িয়া ব্রীজের কাছে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী সমেত এক সাইকেল আরোহী। ঘটনার পর কাদের মান্ডি এবং সনাতন হেমব্রম নামে দুই বাইক আরোহীকে ভর্তি করা হল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার পর গোপীবল্লভপুর থানার পুলিশ আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এদের বাড়ি গোপীবল্লভপুরের রামভাগান এলাকায়।