সিউড়ি ১: হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল মোবাইল মালিক সিউড়ি থানার পুলিশের মাধ্যমে
Suri 1, Birbhum | Nov 24, 2025 সিউড়ির হাটজন বাজার এলাকা থেকে এক ব্যক্তির একটি মোবাইল হারিয়ে যায়। সেই ব্যক্তির সিউড়ী থানাতে সেই বিষয়ে সমস্তটা জানাই। সিউড়ি থানা পুলিশ তদন্তে নেমে সোমবার দিন মোবাইলটিকে উদ্ধার করে মোবাইল মালিকের হাতে ফিরিয়ে দেয়। হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি মোবাইল মালিক।