পুরুলিয়া ১: SIR নিয়ে বিজেপির সংগঠনিক বৈঠক রাচি রোডের কার্যালয়ে, উপস্থিত বিধায়ক, মন্ডল সভাপতি
SIR নিয়ে পুরুলিয়া 1 নং ব্লকের ডিমডিহা এবং লাগদা অঞ্চলের বিজেপির সাংগঠনিক বৈঠক করা হল, বিজেপি মণ্ডল কার্যালয়ে রাঁচি রোডে । উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাত ,মণ্ডল সভাপতি বিশাল দুবে , জেলা কমিটির সদস্য তড়িৎ কুমার মাহাত , সহ সমস্ত বিজেপির কর্মী সমর্থক গন।