সালানপুর: নিয়ামতপুর বাজার সার্বজনীন কালী পুজোর উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন
নিয়ামতপুর বাজার সার্বজনীন কালী পুজোর উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির নিয়ামতপুর জিটি রোডের পাসে প্রত্যেক বছরের মত এই বছর করা হয়েছে কালী পুজোর আয়োজন। পুজো চলাকালীন প্রত্যেক দিন করা হয় বিভিন্ন সংস্কৃতিক এবং সংগীত অনুষ্ঠান তার সাথে হয়ে থাকে নর নারায়ণ সেবা সে দৃশ্য দেখা মিললো আজ দুপুর ১টায় পুজো প্যান্ডেলের সামনে করা হলো এলাকার সাধারণ মানুষদের জন্য নর নারায়ণ সেবা। এই নর নারায়ণ সেবা বা খিচুড়ি ভোগ বিতরণ অনুষ্ঠানে মুখ্য রূপে উপস