সিউড়ি ১: হাটজন বাজারে পরিতোষ দাস সরণি ও শিশু উদ্যানের শুভ উদ্বোধন করতে উপস্থিত হলেন সাংসদ শতাব্দী রায়
Suri 1, Birbhum | Nov 12, 2025 সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত তৃণমূল নেতা পরিতোষ দাসের নামে রাস্তা ও শিশু উদ্যানের শিলানাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে বুধবার দিন। আর তারই শুভ উদ্বোধন করলেন সেখানে উপস্থিত হয়ে বুধবার দিন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়।