মোহনপুর: মোহনপুরের শনি তলায় বাড়ির লোকেদের ঘরে তালা বন্দি করে দেওয়ালে কালো কালি দিয়ে এঁকে দিয়ে গেল দুষ্কৃতীরা
সিধাই থানার অন্তর্গত মোহনপুরের শনিতলা এলাকায় এক বাড়িতে বাইরে থেকে কালা বন্ধ করে দেওয়ালে এবং দরজায় কালো কালি দিয়ে এঁকে দিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনা স্হলে আসে পুলিশ। তারপরেই বাড়ির বাইরে আসলেন পরিবারের সদস্যরা।