দুবরাজপুর: বীরভূমে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কারামন্ত্রীর বোন-ভগ্নিপতি সহ আহত ৮
চিনপাই গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন ও ভগ্নিপতি-সহ মোট আটজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সুইফট গাড়িতে করে চন্দ্রনাথ সিনহার বোন, তাঁর স্বামী এবং পরিবারের আরও তিনজন মুরারই থেকে পুরুলিয়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুটি গাড়িই উল্টে যায়।