আউশগ্রাম ১: আউশগ্রামের পিচকুড়ির নববিয়া মাদ্রাসায় ডাইরিয়ার প্রকোপ, মাদ্রাসায় গিয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের খোঁজ নিলেন বিধায়ক
আউশগ্রামের পিচকুড়ির নববিয়া মাদ্রাসায় গতকাল ডাইরিয়ার প্রকোপ দেখা দেয়। তারপর রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ মাদ্রাসায় গিয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি রান্নার জায়গাটি ঘুরে দেখলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে ছিলেন আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, সমাজসেবী শান্তাপ্রসাদ রায়চৌধুরী, প্রশান্ত গোস্বামী সহ অনান্যরা। জানা গিয়েছে, মাদ্রাসায় প্রায় দুই শতাধিক আবাসিক পড়ুয়া রয়েছে।