শেষ সন্ধ্যায় হাজার হাজার মানুষের ভিড় সুন্দরবন মেলায়। সোমবার ৪৭ তম সুন্দরবন মেলার শেষ দিন। ক্যানিংয়ের মাতলা নদীর চরে আয়োজিত ক্যানিং বন্ধুমহল ক্লাব পরিচালিত দশ দিনের এই মেলা শেষ হল সোমবার। এদিন বিকেল ৪ টে থেকে মেলার প্রদর্শনীর মূল গেট খুলে দেওয়ার সাথে সাথেই মেলায় ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। এদিন অন্তত চল্লিশ হাজার মানুষ এই মেলায় এসেছেন বলেই দাবি উদ্যোক্তাদের।