মহম্মদবাজার: বেআইনি বালি পাচার করার অভিযোগে পাঁচটি বালি বোঝায় ট্রাক্টর আটক করলো মহম্মদ বাজার থানার পুলিশ
শনিবার দিন মহম্মদ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদ বাজার থানা এলাকা থেকে পাঁচটি বেআইনি বালি বোঝায় ট্রাক্টর আটক করে। ইতিমধ্যেই ট্রাক্টর গুলিকে থানাতে নিয়ে আসা হয়েছে পুলিশের পক্ষ থেকে।