জয়নগর ২: চুপড়িঝাড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ঘটিহারানিয়া বাজারে প্রতিবাদ সভা
কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের নির্দেশক্রমে অঞ্চল তৃনমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজ ঘটিহারানিয়া বাজারে কেন্দ্রীয় সরকারের এস আই আর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা। এই সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব।