মেজিয়া: কালীদাসপুরে জোড়সা সৃজনী সংঘের তরফে দূর্গাপূজার আয়োজন করা হল, এবারের পুজো ৬তম বর্ষে পদার্পণ করল
Mejhia, Bankura | Sep 30, 2025 মঙ্গলবার আনুমানিক রাত্রি ১১টা বেজে ৫০ মিনিট বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের কালীদাসপুর মোড়ে জোড়সা সৃজনী সংঘের তরফে দূর্গাপূজার আয়োজন করা হল। এবারের পুজো ৬তম বর্ষে পদার্পণ করল। পুজোর বাজেট আনুমানিক ১২ লক্ষ টাকা। পুজোর থিম বিবাহ বিভ্রাট । এই পুজো ও পুজোর প্যান্ডেল দেখতে এলাকাবাসীর ভিড় দেখা গেল পুজো মণ্ডপে ।