ভাতার: ভাতারের কাপশোড় ডি,ভি,সি সেচ নালা থেকে রবিবার আটটার সময় উদ্ধার বিরল প্রজাতির মাছ, এলাকায় চাঞ্চল্য
ভাতারের কাপশোড় ডি,ভি,সি সেচ নালা থেকে রবিবার আটটার সময় উদ্ধার বিরল প্রজাতির মাছ, স্থানীয়দের দাবি বনদপ্তর হাতে তুলে দেবো মাছটি। রবিবার ভোর থেকে ডি,ভি,সির সেচ নালার জল আসা বন্ধ হয়েছে। স্থানীয় মানুষজন সেচ নালাই মাছ ধরতে নামে। বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে একটি বিরল প্রজাতির মাছ পান স্থানীয় মানুষজন।