জয়নগর ২: বৃষ্টিতে মাটির ঘর ভেঙে পড়ায় শাহাজাদাপুরের এক অসহায় পরিবারের হাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কিট তুলে দিলেন কর্মাধ্যক্ষ
জয়নগর ২ নম্বর ব্লকের শাহাজাদাপুর অঞ্চলের বেশ কয়েকদিন বৃষ্টিতে এক ব্যক্তির মাটির ঘর ভেঙে যায়। আজ তাদের পরিবারের সদস্যদের হাতে জয়নগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াইদ মোল্লা বিপর্যয় মোকাবিলা দপ্তরের সহযোগিতায় তার হাতে একাধিক দ্রব্য তুলে দিলেন। এ বিষয় নিয়ে তিনি কি জানালেন তা শুনুন।