ভাতার: ভাতার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শরিফুল শেখ,সম্বর্ধনা জানাতে থানাতে এলেন ঝিলু ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান
ভাতার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শরিফুল শেখ, বুধবার নটার সময় সম্বর্ধনা জানালেন থানাতে এলেন ঝিলু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি থানার ওসির রদবদল হয়েছে। এরমধ্যে রয়েছে ভাতার থানা ও দেওয়ানদিঘী থানা ।