বাগদা: চুরির কিনারা করলো বাগদা থানার পুলিশ , বাগদা এলাকা থেকে গ্রেপ্তার ৪
চুরির কিনারা করলো বাগদা থানার পুলিশ , বাগদা এলাকা থেকে গ্রেপ্তার ৪ সাম্প্রতিক উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে । সেই চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে বাগদা পশ্চিম পাড়ার বাসিন্দার নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । নাবালকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের কাছে । জিজ্ঞাসাবাদে নাবালক জানায় পরিবারের সদস্যরা মিলে এলাকায় একের পর এক চুরি করছিল তারা । ধৃতদের বনগাঁ মহাকুমা আদালতে পেশ।