ভারতীয় নমো সংঘ (রাষ্ট্র সেবা মে সমর্পিত সামাজিক সংগঠন।)উদ্যোগে অনুষ্ঠিত হলো গঙ্গা এবং জলঙ্গী নদী বাঁচাও কর্মসূচী বেথুয়াডহরীতে। কলকাতা, কৃষ্ণনগর এর পরে বেথুয়াডহরি তে এই কর্মসূচি সর্বপ্রথম হলো। বেথুয়াডরি কাঁঠাল বেরিয়া তে একটি বেসরকারি লজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। I want my nation to be MODIFIED as a secure, prosperous and dignified nation. Do you? JOIN US! এই বার্তা মানুষের কাছে পৌঁছতে এই কর্মসূচি নেওয়া হয়।