গোসাবা: মৌখালীতে, চন্ডিবন মৌখালী বাজার মহিলা কমিটির সার্বজনীন দুর্গোৎসব পূজার উদ্বোধন করলেন জেলা পরিষদের ডেপুটি স্পিকার
মৌখালীতে, চন্ডিবন মৌখালী বাজার মহিলা কমিটির সার্বজনীন দুর্গোৎসব পূজার উদ্বোধন করলেন জেলা পরিষদের ডেপুটি স্পিকার রবিবার রাত ৮ টার সময়।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত আমতলী GPর মৌখালীতে, চন্ডিবন মৌখালী বাজার মহিলা কমিটি সার্বজনীন দুর্গাসব পূজার উদ্বোধন করলেন জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মন্ডল, উপস্থিত ছিলেন আমতলী GP প্রধান অঞ্জলী সরদার ও উপ প্রধান রঞ্জন মন্ডল।এবছর তাদের পূজা ৫৪তম বর্ষে পদার্পন করলো।