বাঁকুড়া ১: সাইরেন বাজিয়ে লালবাতি গাড়ি এসকট দিয়ে ঢাক বাজিয়ে নাচের মাধ্যমে আনা হলো পুলিশ লাইন্সের বাবা বিশ্বকর্মার প্রতিমা
অভিনব ভাবে আনা হলো বাবা বিশ্বকর্মা প্রতিমা। বাঁকুড়ার পুলিশ লাইন্সের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমা পুলিশ এসকট দিয়ে লাল বাতি গাড়িতে সাইরেন বাজিয়ে আনা হলো। এদিন ঢাক বাজিয়ে নাচের মাধ্যমে মেতে উঠলেন একাধিক পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা। সেই চিত্র ধরা পরল আনুমানিক রাত্রি একটা নাগাদ আমাদের ক্যামেরা।