উদয়পুর: মাতাবাড়ি বিধানসভার কালাবন ভিলেজের অন্তর্গত ৬০নং বুথের মোলসুম পাথর SB স্কুল থেকে কালিবাড়ি কাঁচা রাস্তা পরিদর্শনে বিধায়ক
Udaipur, Gomati | Sep 16, 2025 মাতাবাড়ি বিধানসভার কালাবন ভিলেজের অন্তর্গত ৬০নং বুথের মোলসুম পাথর এস বি স্কুল থেকে কালিবাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাকে সংস্কার করে ব্রিক সলিং, বক্স কালভার্ট এবং রাস্তার পাশে গার্ড ওয়াল তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে আজ R.D দপ্তরের ইঞ্জিনিয়ার এবং এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট রাস্তাটি পরিদর্শন করে মাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এবং খুব স্বল্প সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু করার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ প্রদান করে বিধায়ক।