শিলচর: শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত হল মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস,উপস্থিত জেলাসভানেত্রী
Silchar, Cachar | Sep 15, 2025 শিলচরে উদযাপিত হলো নিখিল ভারত মহিলা কংগ্রেস-এর ৪১তম প্রতিষ্ঠা দিবস।প্রথমেই শিলচর জেলা মহিলা কংগ্রেসের সদস্যারা ইন্দিরা ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। সোমবার বিকাল ৪ টায় জানা গেছে, শ্যামাচরণ হলে অনুষ্ঠিত হয় “নারী: এক গঠনমূলক অগ্রদূত” শীর্ষক সেমিনার।সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়।