উদয়পুর: মনু থেকে মেলাঘর বাগমারা যাওয়ার পথে উদয়পুর ধজনগর নেতাজি পল্লী এলাকায় অটো গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন
Udaipur, Gomati | Sep 30, 2025 মনু থেকে মেলাঘর বাগমারা যাওয়ার পথে উদয়পুর ধজনগর নেতাজি পল্লী এলাকায় অটো গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন। সংবাদের জানা যায় আহত দুজন হলো প্রমির দাস এবং সঞ্জিত দাস। অটো গাড়ির সাথে বাইকের সংঘর্ষে বাইক চালকসহ সাথী রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। অপরদিকে অটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় জনগণ আহত দুজনকে উদ্ধার করে টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।