ভাঙড় ১: ২০২৬ নির্বাচনকে সামনে রেখে তাড়দহ অঞ্চলের কড়াইডাঙ্গা বুথের যুব তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির মিটিং
আসন্ন ২০২৬ এর বিধানসভা ভোট তার আগে জোর কদমে প্রস্তুতি, বুথ স্তর থেকে সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা।আজ অর্থাৎ শুক্রবার রাত ন'টা নাগাদ তাড়দহ অঞ্চলের কড়াইডাঙ্গা বুথের যুব তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির মিটিং করলেন কলকাতা লেদার কমপ্লেক্স INTTUC সভাপতি তথা তাড়দহ এক নম্বর পার্টির তৃণমূলের সাংগঠনিক প্রধান রাকেশ রায় চৌধুরী।