আজ অর্থাৎ শুক্রবার বিকাল সাড়ে তিনটে নাগাদ তাড়দহ গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হলো তাড়দহ বাজারের মহাপ্রভুতলায়। উপস্থিত ছিলেন তাড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা মন্ডল রায়চৌধুরী উপপ্রধান ইন্দ্রজিৎ মন্ডল, তাড়দাহ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক প্রধান রাকেশ রায়চৌধুরী এছাড়াও পঞ্চায়েতের আধিকারিকগণ এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং সদস্যা।