টাকা ধার নিয়ে তা শোধ না দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের গোঁসাইপুর গ্রামে। মঙ্গলবার বেলা তিনটে নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ ২০২৪ সালের জানুয়ারি মাসে দেড় লাখ টাকা ধার নিয়েছিল তারই এক বন্ধু। কিন্তু একাধিকবার তা গাদা দেওয়া সত্ত্বেও সে টাকা শোধ করে নি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।