ময়নাগুড়ি: ময়নাগুড়ি থানা চত্বরে হেল্পডেস্ক এর পাশে থাকা নেট বন্দি ঘরে অবহেলায় প্রাণ হারাচ্ছে অবলা পশুগুলি
ময়নাগুড়ি থানা চত্বরে হেল্পডেস্ক এর পাশে থাকা নেট বন্দি ঘরে অবহেলায় প্রাণ হারাচ্ছে অবলা পশুগুলি।ময়নাগুড়ি থানার হেল্প ডেক্সের পাশেই রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটি চিড়িয়াখানার মতন দেখতে চারিদিকে নেট দিয়ে ঘেরা একটি ঘর। তার একদিকে রয়েছে হেল্প ডেক্স, অন্যদিকে রয়েছে ওই খাঁচার ভেতরে খরগোশ, গিনিপিগ, ও বিলেতি ইঁদুর, নানারকম পাখি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওই খাঁচার মধ্যে একটি ও পাখি নেই, এবং খরগোশ,গিনিপিগ এবং বিলেতি ইদুর অবহেলায় এই পশুগুলি