ঝাড়গ্রাম: বাকড়াতে ৪০০ একর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে, খবর পেয়ে নড়ে চড়ে বসলো প্রশাসন
নিজেদের জমি ফেরৎ পেতে একজোট গ্রামবাসী।মরিয়া বাসিন্দারা এবার জমি ফিরে পেতে মিছিল করে সোমবার দুপুরে ঝাড়গ্রামের জেলা শাসকের দফতরে স্মারক লিপি জমা দিল। তার আগে ঝাড়গ্রামে জেলা রেজিস্ট্রি আধিকারিকের অফিসে ঢুকে বিক্ষোভ দেখালেন জমি বেহাত হওয়া মানুষ জন ।জমি মাফিয়ারা গ্রামের প্রায় চারশো একর জমি নানা কৌশলে বিক্রি করছে এবং এমন কি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।এদিন একজোট হয়ে গ্রামবাসী ঘেরাও করল জেলা রেজিষ্ট্রি অফিস।