লংথরাই ভ্যালি: ছাওমনু-তে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি, উপস্থিত বিধায়ক শম্ভুলাল চাকমা
আসন্ন শারদীয় দূর্গাৎসব উপলক্ষে আজ ভারতীয় জনতা পার্টি 49- ছাওমনু বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে 24টি পঞ্চায়েত এলাকায় এলাকার সকলস্তরের জনগণকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ দুপুরে এই উপলক্ষে ছাওমনু বাজারে দুটি পঞ্চায়েত পশ্চিম ছাওমনু ও উওর লংতরাই এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়।আজ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছামনু এলাকার বিধায়ক সম্ভুলাল চাকমা মহাশয়, ছাওমনু মন্ডল সভাপতি বিপ্লব চাকমা, সহসভাপতি মাধব বড়ুয়া,