বলরামপুর: অন্যত্র সরে যায়নি,বলরামপুর শহর সংলগ্ন এলাকাতেই নির্মাণ হবে দমকল কেন্দ্র জানালেন বিডিও
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে, বলরামপুরবাসী পেতে চলেছে দমকল কেন্দ্র।জমি জট কাটিয়ে বলরামপুর শহর সংলগ্ন এলাকায় জায়গা চিহ্নিত করার কাজ সম্পন্ন করে ফেলেছেন প্রশাসন। জানালেন বিডিও বলরামপুর।