গোসাবা: গোসবা ব্লকের রাঙাবেলিয়া GP র রাঙাবেলিয়া ফ্লাড সেন্টারে ১৫৬, ১৬০ নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার
গোসবা ব্লকের রাঙাবেলিয়া GP র রাঙাবেলিয়া ফ্লাড সেন্টারে ১৫৬, ১৬০ নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন রাঙাবেলিয়া GPর প্রধান সুধা বৈদ্য মন্ডল ও উপ প্রধান মোসলেম মোল্লা, উপস্থিত ছিলেন,রাঙাবেলিয়া অঞ্চল তৃনমূল সভাপতি তন্ময় মন্ডল সহ GP এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই পাড়ায় সমাধান কর্মসূচীতে ১৫৬, ১৬০নং এই দুইটি বুথের মানুষজন উপস্থিত হয় ।এবং সেখানে তাঁরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা জানান।