বহরমপুর: কলকাতা ফেরার আগে সামশেরগঞ্জের পরিস্থিতি নিয়ে বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যপাল
কলকাতা ফেরার আগে সামশেরগঞ্জের পরিস্থিতি নিয়ে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের বহরমপুর কোর্ট রেলস্টেশন চত্বরে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন সামশেরগঞ্জ এর পরিস্থিতির বর্তমানে স্থিতিশীল রয়েছে, সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জেনেছি। উনারা কতটা বিপর্যস্ত আমি নিজে দেখলাম। তবে রাজ্য এবং কেন্দ্র সরকারকে যৌথভাবে শমসেরগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। মানুষের দাবি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।