কুলপি: করঞ্জলিতে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই
দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত করঞ্জলী এলাকায় বুধবার দিন ভোর রাতে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে এক গাড়ি চালকের মৃত্যু হয় আহত হয় দুজন তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয় কুলপি হাসপাতালে একটি বালির গাড়ি অন্যটি মাছ বহনকারী গাড়ি দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় মাছ বহনকারী গাড়ি চালকের মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তির ময়নাতদন্ত জন্য ডায়মন্ড হারবার পুলিশ মারগে পাঠায়।