হেমতাবাদ: হেমতাবাদের বাঙ্গালবাড়িতে তৃণমূল কংগ্রেসে যোগাদান কর্মসূচি অনুষ্ঠিত
হেমতাবাদে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত। হেমতাবাদের বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বুধবার দুপুরে বাঙ্গালবাড়ি এলাকায় এই কর্মসূচির আয়োজন করাহয়। যেখানে বাম কংগ্রেস ও বিজেপি ছেড়ে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলেদেন দলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, উপস্থিত ছিলেন।