ব্যারাকপুর ২: জগদ্দল জিলাপি মাঠ সংস্কার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগী বিধায়ক সোমনাথ শ্যাম
ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় মাঠ জগদ্দল জিলাপি মাঠ কিন্তু সেই মাটি দীর্ঘ দিন আবর্জনার স্তুপের নিচে চাপা পড়েছিল সেই আবর্জনার স্তুপ সরিয়ে মাটি খেলাধুলার জন্য সঠিক পরিকাঠামোর মাধ্যমে সাজিয়ে তুলতে উদ্যোগী হলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তার স্বপ্ন রয়েছে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে এনে এলাকার বাচ্চাদের মাঠমুখী করা তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছেও এই বিষয়ে সহযোগিতা আবেদন করেন এবং জানান।