পুরুলিয়া ১: মাগুরিয়া গ্রামে শুরু হল এস আই আর ফর্ম বিলির কাজ
বেশ কিছুদিন আগে থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এস আই আর ।এস আই আর এর ফ্রম বিলির কাজ শুরু হল এ দিন দুপুরে পুরুলিয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়া গ্রামের এক নম্বর বুথে। সেই চিত্র তুলে ধরা হলো এদিন দুপুরে।