ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির হাতে তুলে দেওয়া হল সরকারি অনুদান বাবদ চেক
সোমবার উত্তরবঙ্গের উত্তর কন্যা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সরকারি পরিষেবা প্রদান করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি তিনি ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকদের সাথেও মিট করেন। সোমবার বিকেলে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কার্যালয় থেকে ঝাড়গ্রাম জেলার ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি পরিষেবা বাবদ চেক তুলে দেওয়া হয় । সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি।