ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশন ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী, উপস্থিত সভাধিপতি
রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশন ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। রবিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশনে জেলার আটটি ব্লক থেকে ৩০২ জন প্রতিনিধি যোগ দেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি,ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ,১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো।সংগঠনের জেলা সভাপতি গোপাল দত্ত বলেন,"পেনশনার ও বরিষ্ঠ নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনকে আরো উদ্যোগী হতে আহ্বান করা হয়েছে"।