মেখলিগঞ্জ: দুদিন পরেই আলোর উৎসব দীপাবলি, এর আগেই আলোক সজ্জায় সেজে উঠেছে কুচলিবাড়ি থানা চত্ত্বর
হাতে মাত্র আর কয়েক দিন বাকি। তার পরেই শুরু হচ্ছে আলোর উৎসব দীপাবলি। এর আগেই আলোক সজ্জায় সেজে উঠেছে কুচলিবাড়ি থানা চত্ত্বর। শুক্রবার সন্ধ্যা থেকেই আলোয় ঝলমল করছে কুচলিবাড়ি থানার চারিপাশ। কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় জানান, "আলোর রশ্মিতে থানা চত্ত্বর মুখরিত করে আমরা থানার অন্তর্গত প্রত্যেক নাগরিককে শুভেচ্ছা জানাতেই এই উদ্যোগ গ্রহন করেছি।" জানা যায়, অনান্য কয়েক বছরে থানার চারিপাশ তেমন ভাবে সাজানো না হলেও এবার তরিঘরি চারিপাশ সাজানো হয়েছে।