ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে নিষিদ্ধ পণ্য পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। মঙ্গলবার সকাল নাগাদ ১৫১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা নিয়মিত তল্লাশির সময় একটি ট্রাকটি আটক করে। ভুটানের পণ্য নিয়ে বাংলাদেশে গিয়ে ফেরার পথে ট্রাকের কেবিনের গোপন বাক্স ও চেসিস থেকে বিপুল অ্যালুমিনিয়াম উদ্ধার হয়। ট্রাক চালক মজিবুল ইসলাম, চ্যাংড়াবান্ধা কোচবিহারের বাসিন্দা। ট্রাক ও চালককে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ।