চোপড়া: চোপড়া ব্লকের কামারগছ এলাকায় জমে উঠল দুর্গাপূজার মেলা
চোপড়া ব্লকের কামারগছ এলাকায় জমে উঠল দুর্গাপূজার মেলা শনিবার রাত্রি আটটা থেকে চোপড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় জমায় কামারগছ ফুটবল ময়দানে কামারগছ ভগবতী উন্নয়ন যুব সংঘের পরিচালনায় প্রতিবারের ন্যায় এবারও দুর্গাপূজা উপলক্ষে একটি পালাটিয়া গানের আয়োজন করা হয় এই পালাটিয়া গানকে কেন্দ্র করে একটি মেলাও বসেন কামারঘাট ফুটবল ময়দানে বিভিন্ন এলাকার মানুষজন এই মেলায় ভিড় জমায় এই মেলা কে কেন্দ্র করে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিন মোতায়েন করা