গোসাবা: গোসাবার সজনেখালীতে তৃতীয় বর্ষের সুন্দরবন পাখি উৎসবের প্রতিবেদন প্রকাশ করলেন রাজ্যের বন মন্ত্রী
গোসাবার সজনেখালীতে তৃতীয় বর্ষের সুন্দরবন পাখি উৎসবের প্রতিবেদন প্রকাশ করলেন রাজ্যের বন মন্ত্রী বীরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন প্রধান সচিব ও PCCF প্রধান কার্যালয় শ্রী দেবল রায়,PCCF এবং CWLD শ্রী সন্দীপ সুন্দরিয়াল, পরিচালক SBR শ্রী নীলাঞ্জন মল্লিক ,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মন্ডল সহ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। পাশাপাশি এদিন বন দফতরের পক্ষ থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনস্ত ২৬টি JFMC হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়