ধনিয়াখালি: দিল্লীতে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরল ধনিয়াখালির বেলমুড়ি গ্ৰামে, কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্ৰাম
দিল্লীতে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরল ধনিয়াখালির বেলমুড়ি গ্ৰামে। কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্ৰাম। সজ্ঞীব ভূমিজ নামে ধনিয়াখালি ব্লকের বেলমুড়ি গ্ৰামের পরিযায়ী শ্রমিকের দিল্লীতে অস্বাভাবিক মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় রাজ্য প্রশাষনের উদ্দ্যোগে মৃতের পরিবারের সদস্যদের দিল্লীতে পাঠানো হয় শনিবার। সেখানে ময়নাতদন্তের পর আজ দুপুরে সজ্ঞীবের মৃতদেহ নিয়ে গ্ৰামে পৌঁছান পরিবারের,,