লরির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষে মৃত ১, আহত আরো ১ মোটরবাইক ও লরীর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের আহত আরো এক যুবক। মৃত্যু যুবক আনুমানিক বছর ২০ এর শাকিল মিয়া, নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তগত নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গোয়াল ডোবের বাসিন্দা। আহত যুবক আনুমানিক বছর ২৬ এর আজারুদ্দিন মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য দুই বন্ধু রওনা নগরউখড়া দ